তাঁরাও থাকছেন বিশ্বকাপে

0
54

স্পোর্টস ডেস্কঃ আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আসরটি সামনে রেখে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি।

তালিকায় নাম আছে বাংলাদেশের আতহার আলী খানসহ রিকি পন্টিং, নাসের হুসেইন, শেন ওয়াটসন ও ইয়ান বিশপদের মতো তারকাদের। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, রিকি পন্টিং ও ইয়ন মরগ্যান আইসিসি টিভিতে ধারাভাষ্য দেবেন। আইসিসি টিভির ধারাভাষ্যে থাকবে ম্যাচ পূর্ববর্তী, ইনিংস বিরতি ও ম্যাচ পরবর্তী আলোচনা।

রিকি পন্টিং ও মরগ্যানদের পাশাপাশি থাকবেন শেন ওয়াটসন, লিসা স্থালেকার, রমিজ রাজা, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, সুনিল গাভাস্কার ও ম্যাথু হেইডেনরা। এদিকে সম্প্রচারকদের মধ্যে থাকছেন অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ভোগলের সঙ্গে থাকছেন মার্ক নিকোলাস, মার্ক হাওয়ার্ড, ইয়ান ওয়ার্ড, কাস নাইডু ও নাটালি জার্মানোস।

বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকা:

আতহার আলি খান, রিকি পন্টিং, ইয়ন মরগান, শেন ওয়াটসন, রমিজ রাজা, রবি শাস্ত্রী, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, ওয়াকার ইউনিস, শন পোলক, আনজুম চোপরা, মাইকেল আথারটন, সাইমন ডুল, সঞ্জয় মাঞ্জেরেকার , কেটি মার্টিন, দিনেশ কার্তিক, ডার্ক ন্যানেস , স্যামুয়েল বদ্রি, রাসেল আর্নল্ড, লিসা স্থালেকার , পুমেলো এমবাঙ্গোয়া, নাসের হুসাইন, হার্শা ভোগলে, কাস নাইডু, মার্ক নিকোলাস, নাটালি জার্মানোস, মার্ক হাওয়ার্ড ও ইয়ান ওয়ার্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here