নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। সিলেট স্ট্রাইকার্সের হয়ে তিনি পেয়েছিলেন পাঁচ অর্ধশতকের দেখা। ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান শিকারি। ১২ ইনিংসে ব্যাট করে করেছেন ৪০৩ রান। ৩৬.৬৪ গড়ের সঙ্গে স্ট্রাইক রেট ১৪০.৪২। যা চোখ কপালে তুলে। ৪৩ চারের পাশাপাশি মেরেছেন ১৩টি ছক্কা। দ্যুতি ছড়িয়ে জায়গা করে নেন ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এবার ওয়ানডেতে প্রথম সুযোগেই বাজিমাত করলেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।
মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় দলে ঢুকে দারুণ ব্যাটিং করেছেন হৃদয়। শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে খেলেছেন ৮৫ বলে ৯২ রানের ঝকঝকে ইনিংস। আটটি চার ও দুই ছক্কার ওই ইনিংস খেলা ম্যাচ সেরাও হয়েছেন। সেরার পুরষ্কার পাওয়া হৃদয় ম্যাচ শেষে নিজের সঠিক নাম জানিয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার আসল নাম হচ্ছে তাওহিদ হৃদয়।’
হৃদয় বলেন, ‘আমার আসল নাম হচ্ছে তাওহিদ হৃদয়। সবাই তৌহিদ হৃদয় বলে। আমি এটা অনেক জায়গাতেই বলেছি। যখন থেকে অনূর্ধ্ব-১৯ দলে খেলি তখন থেকেই। কিছু জায়গায় দেখি। এখনও দেখি বেশির ভাগ জায়গায় এটা চলতেছে।’
এরপর নিজের নামের বানানও জানিয়ে গেলেন এ তরুণ, ‘আমার নাম তাওহিদ হৃদয় ডাকলে ভালো লাগে। তাওহিদের সুন্দর একটা মিনিং আছে তো। এর বানান হচ্ছে (ইংরেজি) ‘টি’ এর পর ‘এ’ হবে। (বাংলায়) তয় আকারের পর ও। ই, দীর্ঘ ঈ না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post