নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট চলছে। মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড দিনের দ্বিতীয় সেশন শেষে ভুগছে। সফরকারীদের সংগ্রহ ৫৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে অলআউট হওয়া চোখ রাঙাচ্ছে দলটিকে।
এই সেশনে ৮০ রান তুলেছে আয়ারল্যান্ড দল। বিপরীতে হারিয়েছে তিনটি উইকেট। খেলা হয়েছে ২৯ ওভার। ৭৪ রানের দারুণ জুটি গড়া হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফারের প্রতিরোধে ভাঙন ধরান মিরাজ। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলে নেমে ফিফটি হাঁকানো টেক্টরকে বোল্ড আউটে ৪২তম ওভারে প্যাভিলিয়নের পথ ধরান এই অফ স্পিনার। ৯২ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫০ রান করে যান টেক্টর।
এরপরের ওভারেই সদ্য উইকেটে আসা পিটার মুরকে ফেরান তাইজুল ইসলাম। ১ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন এই ক্রিকেটার। এক ওভার বিরতি দিয়ে আবার বোলিংয়ে এসে তাইজুল এলবিডব্লিউতে ফেরান আরেক অভিষিক্ত ক্রিকেটার ক্যাম্ফারকে। ৭৩ বলে ৬ বাউন্ডারিতে ৩৪ রান করেন ক্যাম্ফার।
১২২ থেকে ১২৪, মাত্র ২ রানের ব্যবধানে তিন গুরুত্বপূর্ণ উইকেটে হারিয়ে বেশ বিপদে পড়ে আয়ারল্যান্ড। সেখান থেকে ২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইন। টাকার ১১ ও ম্যাকব্রাইন ১০ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তাইজুল একাই তিনটি উইকেট শিকার করেছেন। মিরাজ, এবাদত ও শরিফুল ১টি করে উইকেট লাভ করেন। দুই সেশন পেরিয়ে গেলেও, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এখন পর্যন্ত বোলিংয়ে আসেননি।
এর আগে প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান তুলে আয়ারল্যান্ড দল। ইনিংসের শুরুতে দলীয় ১১ রানের মাথায় মুরে কমিসকে ফেরান পেসার শরিফুল ইসলাম। বাঁহাতি পেসে এলবিডব্লিউতে শিকার করেন উইকেট। দলীয় ২৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। এবাদত হোসেন পেসে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার জেমস ম্যাককালাম। ৩৪ বলে ১ বাউন্ডারিতে ১৫ রান করে যান তিনি।
দলীয় রান ৫০ পেরোনোর আগে অধিনায়ক অ্যান্ড বালবার্নিও আউট হয়ে যান। ৫০ বল খেলে ১৬ রান করেন তিনি। তাইজুল ইসলামের এলবিডব্লিউর ফাদে পড়েন এই টপ অর্ডার ব্যাটার। এরপরই টেক্টর ও ক্যাম্ফার মিলে প্রতিরোধ গড়ে তুলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post