নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম হারের তেতো স্বাদ পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। তাদেরকে ২৫ রানে হারিয়ে জয়ে ফিরলো রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ম্যাচ সেরা রূপগঞ্জ টাইগার্সের হয়ে সেঞ্চুরি হাঁকানো ইমতিয়াজ হোসেন চৌধুরি তান্না।
সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রানের বড় পুঁজি পায় রূপগঞ্জ টাইগার্স। ইনিংসের শুরুতে ওপেনার ইমরানউজ্জামান চোট পেয়ে মাঠ ছাড়েন। এরপর টপ অর্ডার ব্যাটার সালমান সুবিধা করতে পারেননি। ১১ বলে ৪ রান করেই প্যাভিলিয়নে ফিরেন।
খানিকটা বিপাকে পড়া রূপগঞ্জের হয়ে এরপর হাল ধরেন আরেক ওপেনার তান্না ও অধিনায়ক নাঈম ইসলাম। ১৬৮ রানের অনবদ্য সেই জুটি ভাঙে তান্নার বিদায়ে। তবে এর আগে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের সপ্তম সেঞ্চুরির দেখা পান তিনি। ১০৯ বলে ১০ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ১০০ রানের দারুণ ইনিংস। দলের রান দুইশ পার করে নাঈমও বিদায় নেন। তিনি ধীর গতির ব্যাটিংয়ে ১০৭ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলে আউট হন।
শেষ দিকে দলের বিদেশি অঙ্কিতের ৬৫ রানের ঝড়ো ইনিংসে ভর করে বিশাল রানের পুঁজি পায় রূপগঞ্জ। ৪৪ বলে ৩টি করে ছয় ও চারের মারে অপরাজিত ইনিংস খেলেন অঙ্কিত। শামীম পাটোয়ারি ২৩ রানের ইনিংসও রূপগঞ্জকে তিনশর কাছাকাছি সংগ্রহ এনে দিতে সহায়তা করে। ব্যাটিংয়ে নেমে ওপেনার ইমরানউজ্জামানও। তবে মাত্র ৩ রান করেই আউট হন।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা ও আব্দুল হালিম ২টি করে উইকেট শিকার করেন।
২৮৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে লক্ষ্যে পৌঁছাতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। ইনিংসের ১০ বল বাকি থাকতে ২৬২ রানে অলআউট হয়ে পড়ে দলটি। দারুণ এক সেঞ্চুরি হাঁকান পারভেজ হোসেন ইমন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন চিরাগ জনি। তবুও মাশরাফীর দল জিততে পারেনি। কেননা আর কেউই বলার মতো রান করতে পারেননি। মাত্র একজন ব্যক্তিগত রান দুই অঙ্কের কোটায় নিতে পারেন। দ্রুত উইকেট দিয়ে উল্টো বিপদে ফেলেছেন দলকে।
এর মধ্যে মাত্র ৮০ রানেই ৪ উইকেট নেই রূপগঞ্জের। এরপর ১২৫ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন ইমন ও চিরাগ। তবে এই জুটি ভেঙে ইমন ফিরলে, আর কেউ চিরাগকে সঙ্গ দিতে পারেননি। একা লড়াই চালালেও, সঙ্গীর অভাবে জয়ের দেখা পায়নি রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ১১১ রান করেন ইমন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির পাশাপাশি সর্বোচ্চ রানের ইনিংসও এটি। ৯৯ বলে ৭টি করে চার ও ছয়ের মারে দারুণ ইনিংসটি সাজান ইমন। এছাড়া মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন চিরাগ। তিনি ১১৫ বলে ৮ বাউন্ডারিতে ৯৪ রান করে আউট হন ইনিংসের একেবারে শেষ ব্যাটার হিসেবে।
রূপগঞ্জ টাইগার্সের হয়ে ৪০ রানে একাই ৫ উইকেট নেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেটের পাশাপাশি ক্যারিয়ার সেরা বোলিংও এটি। এছাড়া নাসুম তিন উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post