নিজস্ব প্রতিবেদকঃ তামিম ইকবালকে ছাড়াই শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচকে সামনে রেখে চলছে সেই অনুশীলন।
হুট করে দেশের ক্রিকেটে যেন এক অমানিশা। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার। অথচ একদিন আগেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি নেতৃত্ব দিয়েছেন।
একটা সিরিজ চলাকালীন একজন অধিনায়ক এভাবে অবসর নিয়েছেন, যা কিনা একটা দেশের ক্রিকেটের জন্য অশনিসংকেত। তবে এতো কিছুর পরও ‘দ্য শো মাস্ট গো অন’। অর্থাৎ, সিরিজটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। যার জন্য এখন অন্য কোনো পথ খোলা নেই।
আপাতত সিরিজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দলকে তাই নামতে হয়েছে মাঠে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় দলগত অনুশীলন। তারও আগে মাঠে আসেন ক্রিকেটাররা। একটা ঘুমোট পরিবেশের মধ্য দিয়ে চলছে সেই অনুশীলন। সেই অনুশীলন শুরুর আগে লিটন দাস ও সাকিব আল হাসানকে সাথে নিয়ে উইকেট পরিদর্শনে যান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দলের নেতৃত্বের দায়িত্ব আপাতত সামলাবেন লিটনই।
আগামীকাল ৮ জুলাই, শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। দুপুর ২টায় শুরু হবে সেই ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা