তামিমকে টিম ম্যানেজমেন্টের বাইরে কেউ ফোন দিতে পারে না- মাশরাফী

0
96

স্পোর্টস ডেস্কঃ এবার ভিডিও বার্তা নিয়ে এলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এর আগে সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এক ভিডিও বার্তায় জানান, তাকে বিসিবির কর্মকর্তার ফোন দিয়ে ব্যাটিং অর্ডার পরিবর্তনের কথা বলেছেন।

তামিমকে বোর্ডের কেউ ফোন দেয়া নিয়ে মাশরাফী জানান, টিম ম্যানেজমেন্টের বাইরে কেউ ফোন দিতে পারে না। তামিমকে ফোন দিতে পারে অধিনায়ক, কোচ কিংবা নির্বাচক। বিশ্বকাপ দলে তামিমের না থাকা প্রসঙ্গে ম্যাশরাফী বলেন, ‘তামিম সবচেয়ে অভিজ্ঞ ওপেনার। তামিম দলে থাকলে ভালো হতো। তামিমকে ক্রিকেট বোর্ড সুযোগ দিয়েছিল। তামিমের সঙ্গে বোর্ডের কেউ একজন কথা বলেছে প্রথম ম্যাচটা না খেলতে কিংবা খেললেও নিচের দিকে ব্যাটিং করতে। তামিম উত্তেজিত হয়ে গেছে। তাঁর আরও ধীরে আগানো উচিত ছিল।’

মাশরাফী আরও বলেন, ‘আমার কাছে কোনো দিক থেকে মনে হয়নি তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়েছে। তামিমের একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে ইনজুরি। ইনজুরি থাকলে কিছু করার নাই। বোর্ডও তামিমকে নিয়ে কমফোর্ট ছিল। বোর্ড একটা জিনিস ক্লিয়ার করেছে যে, তামিমকে আমরা অধিনায়ক হিসেবে দেখেছি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here