স্পোর্টস ডেস্ক: মাঠের ঘটনা চলে গেছে মাঠের বাইরে। তামিম ইকবালকে নিয়ে এবার টুইট করেছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। এরই মধ্যে বেন স্টোকস ও তামিমের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলে আসছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। এবার সেই পালে নতুন হওয়া লাগালেন বেন স্টোকস টুইটারে।
বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন নিয়ে মাঠেই প্রশ্ন তুলেছিলেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। এমনকি ৩৪ রানে হেরে ম্যাচ শেষ করার পর বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের সাথে ঝামেলায় জড়ান বেন স্টোকস। আর সেই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তামিমকে ধুয়ে দিয়েছেন এই অলরাউন্ডার।
বেন স্টোকস টুইটারে লিখেছেন, ‘জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। আমাদেরকে স্রেফ ওরা উড়িয়ে দিয়েছে। কিন্তু, কেউ হাত মেলানোর সময় আমার সতীর্থকে কাঁধ দিয়ে ধাক্কা দিলে সেটা আমি চুপচাপ মেনে নিবো না।’
স্টোকস অবশ্য টুইটারে সরাসরি কারও নাম নেননি। কিন্তু, তার আঙুলটা যে তামিমের দিকেই সেটা সহজেই বোঝা যায়। কারণ, ম্যাচ শেষে জনি বেয়ারস্টোর কাঁধে কাধ মিলিয়েছিলেন তামিম ইকবাল।
তখনই চলে আসেন বেন স্টোকস। তামিম-স্টোকসের উত্তপ্ত বাক্যবিনিময় চলে। তাদের মধ্যস্ততা করতে এগিয়ে আসেন সাকিব আল হাসান-মঈন আলীরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০