তামিমকে নিয়ে শঙ্কা কেটে গেছে

0
21

স্পোর্টস ডেস্ক: ইনজুরির জন্য তামিম ইকবাল আফগানিস্তান সিরিজে খেলবেন কিনা এমন শঙ্কা ছিলো। তবে তা কেটে গেছে। আফগানিস্তান সিরিজেই ব্যাট হাতে মাঠে নামছেন তামিম ইকবাল।

কিছুদিন আগে অনুশীলনের সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে চোট পান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এরপর জানা যায় চিড় ধরা পরেছে তাঁর আঙ্গুলে। ফলে আসন্ন আফগানিস্তান সিরিজে খেলা অনিশ্চিত হয়ে পড়ে তাঁর।

ইনজুরি কাটিয়ে মাঠে ফেরাল তামিম ইকবাল মাঠে নেমে অনুশীলন করেছেন। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায়, আল-আমিন হোসেন, রুবেল হোসেন সবার বলই মাঠছাড়া করেছেন তিনি।

আঙুলের ইনজুরির কারণে ২২ দিন অনুশীলন না করতে পারার আক্ষেপ হয়তো অনুশীলনেই মেটাতে চাইলেন তামিম। বর্তমানে খেলার জন্য পুরোপুরি ফিট তিনি।

অনুশীলন শেষে সাংবাদিকদের তামিম ইকবাল বললেন, ‘আঙুলে চিড় খানিকটা আছে এখনও। তবে এটা নিয়ে খেলতে সমস্যা নেই। ব্যাপারটি আমার ওপর ছেড়ে দিয়েছিলেন ডাক্তাররা। যদি ব্যাটিংয়ে ব্যথা না থাকে, তাহলে খেলতে বাধা নেই। আমার আজ কোনো সমস্যাই হয়নি ব্যাটিংয়ে।’

ব্যাটিং অনুশীলন শেষে তামিম আরও বললেন, ‘ব্যথাটা এখন নেই বললেই চলে। সিটি স্ক্যানেও দেখা গেছে, অবস্থা আগের চেয়ে অনেক ভালো।’

বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলামও স্বীকার করলেন তামিমের উন্নতির কথা। বললেন, ‘সিটি স্ক্যানে অবস্থার উন্নতি হয়েছে বলেই মনে হয়েছে। এখন দু-এক দিন ব্যাটিং করলেই বোঝা যাবে আর কোনো সমস্যা আছে কি না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here