তামিমকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি

0
78

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় দলকে বিদায় বলেছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার হুট করে অবসর নেওয়া এই ওপেনারের বিষয়ে রাতে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। রাজধানীর একটি হোটেলে রাতে বিসিবি জরুরী সভা শেষে গণমাধ্যমকে তিনি তামিমকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

পাপন বলেন, ‘আমরা চাই তামিম সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক। সে আমাদের কাছে কোনো রিজাইন লেটার পাঠায়নি। আমরা চাই সে ফিরে আসুক।’ পাপন আরও বলেন, ‘এখন কোন স্থায়ী অধিনায়ক দিচ্ছি না। যে ভাইস ক্যাপ্টেন আছে সেই লিটন দাস অধিনায়কত্ব করবে। আমাকে যদি এখনো জিজ্ঞেস করেন বিশ্বকাপের জন্য, এশিয়া কাপের জন্য তামিম ঠিক পছন্দ। আমরা অপেক্ষা করব।’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পরিচালক পর্ষদের প্রায় দুই ঘণ্টার রুদ্ধদ্বার সভার পর এই ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমের আচমকা অবসরে বাধ্য হয়ে বিকল্প অধিনায়ক খোঁজতে হয়েছে বিসিবিকে।

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা জানানোর পর তামিমের সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি বোর্ড প্রধান। পরে বাংলাদেশ দলের ম্যানেজার ও তামিমের বড় ভাই নাফীস ইকবালের কাছে বার্তা পাঠিয়ে অন্তত আফগানিস্তান সিরিজ খেলার আহবান করেন তিনি। যদিও তাতে কোন সাড়া মেলেনি। বিসিবির পক্ষ থেকে তামিমকে ফেরানোর আহ্বান করা হয়েছে কী না এই প্রশ্নে উত্তর দিয়েছেন বোর্ড সভাপতি।

পাপন বলেন, ‘সকাল থেকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। তখন আমি নাফিজের কাছে একটা মেসেজ পাঠাই। তার সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি, তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটার এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here