নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকের পর নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন এই বাঁহাতি তারকা।
মূলত নিজের ফিটনেস ইস্যুতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তামিম। কখন, কোন ম্যাচ খেলতে পারবেন, সেটি নিয়ে নিশ্চয়তা থাকছে না। যেটি দলে প্রভাব পড়তে পারে। আর তাই নিজে থেকে সরে দাঁড়িয়েছেন এই ড্যাশিং ওপেনার। তবে খেলা চালিয়ে যাবেন।
তামিম বলেছেন, ‘আমরা অনেক আলোচনা করেছি। আগেও তাঁদের বলেছি যে আমার সমস্যা। ভ্রমণটা দারুণ ছিল, ফলই কথা বলবে। আমি ভালো করেছি। তবে যদি অধিনায়ক থাকতাম, তাহলে স্বার্থপরের মতো হতো। যারা আমাকে চেনে, (তারা জানে) আমি সব সময় দলকে এগিয়ে রাখি। এটিই আমার হয়ে কথা বলবে।’
এদিকে তামিমের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বড় চমক হয়ে এসেছে বলেই দাবি করলেন দেশের ক্রিকেট নিয়ন্ত্রা সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘ও যে অধিনায়কত্ব ছেড়ে দেবে, এটা কিন্তু এখানেই প্রথম শুনলাম, আমার বাসায় আসার পর। আগে জানতাম না। যদিও আগে সবসময়ই বলে এসেছি, বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক তামিমই থাকবে। তবে ও দলের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে। একটা যে অনিশ্চয়তা আছে যে কোন ম্যাচ খেলবে কোনটা খেলবে না, এটা ওকেও পীড়া দিচ্ছে। ও নিজে থেকেই সিদ্ধান্তটি নিয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০