স্পোর্টস ডেস্কঃ মূল ম্যাচের আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও উইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশ। শুক্রবার প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। সেঞ্চুরি হাঁকিয়ে ১৪০ রান করে অপরাজিত ছিলেন তামিম ইকবাল।
তবে দ্বিতীয় দিনে সকালে এসে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ দল। ৭ উইকেট হারিয়ে ৩১০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা। তামিম ইকবাল পূরণ করেন দেড়শ। শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। তার ২৮৭ বলের ইনিংসটি সাজানো ছিল ২১ বাউন্ডারি ও ১ ছক্কায়।
এর বাইরে বলার মতো নাজমুল হোসেন শান্ত ৫৪ রান করেছেন। নুরুল হাসান সোহান করেছেন ৩৫ রান। তবে ব্যর্থ হয়েছেন লিটন দাস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজরা।
ক্যারিবিয়ানদের হয়ে ২টি উইকেট শিকার করেন জেরেমি লুইস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা