নিজস্ব প্রতিবেদকঃ অবসর থেকে ফেরার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরই অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন দেশ সেরা এই ক্রিকেটার। প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ শেষে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। আপাতত তামিম। দেড় মাসের বিশ্রামে থাকবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তামিম জানিয়েছেন, অবসর থেকে ফেরায় বড় অবদান রেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক ওয়ানডে অধিনায়ক এবং এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। তামিম বলেন, ‘পাপন ভাই, মাশরাফী ভাই অনেক বড় প্রভাব রেখেছেন। মাশরাফী ভাই আমাকে ডেকে এনেছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের একটা ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি… তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাআল্লাহ্ খেলব।’