স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে বুধবার বিকেলে মুখ খুলেন তামিম ইকবাল। বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া এই ক্রিকেটার আজ বিকেলে এক ভিডিও বার্তা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি দাবি করেন, বিশ্বকাপে তাঁকে মিডল অর্ডারে ব্যাট করার কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তামিমের এমন মন্তব্যকে এবার ছেলেমানুষি বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান। দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোহিত শর্মার মতো প্লেয়ার ৭ নম্বর থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলেছে। তো ও (তামিম) যদি দলের প্রয়োজনে মাঝে মাঝে ৩-৪ এ খেলে বা ব্যাটিংয়ে নামে তাহলে কি খুব প্রবলেম হয়?’
সাকিব আরও বলেন, ‘এটা আসলে আমার মনে হয় অনেকটা বাচ্চা মানুষের মতো, যে আমার ব্যাট আমিই খেলবো আর কেউ খেলতে পারবে না। টিমের প্রয়োজনে যেকেউ যেকোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত। টিম ফার্স্ট। আপনি একশো করলেন দুইশো করলেন এটা কোনো পার্থক্য গড়ে দেয় না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post