নিজস্ব প্রতিবেদকঃ হুট করেই ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বললেন তামিম ইকবাল খান। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের অবসরের ঘোষণা বৃহস্পতিবার তোলপাড় শুরু করে দিয়েছে দেশজুড়ে। তামিমের আকষ্মিক অবসরের ঘোষণা অবাক করেছে সতীর্থদেরকেও।
তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলামরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে দিয়েছেন বার্তাও। তামিমের প্রতি কৃতজ্ঞ থাকার কথা জানিয়েছেন তাসকিন। মিরাজ জানিয়েছেন, ক্রিকেটার, ভক্তদের পাশাপাশি ক্রিকেটও তামিমকে মিস করবে। শরিফুল জানিয়েছেন, তিনি গর্বিত তামিমের সাথে খেলতে পারবেন বলে।
তাসকিন লেখেন, ‘আপনার সঙ্গে জার্নিটা অনেক লম্বা, মাঠে এবং মাঠের বাইরে একসাথে অনেক মুহূর্ত আর স্মৃতি আছে। আমি আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ অধিনায়ক এবং ভাই হিসেবে আমাদের সব ধরনের সহযোগীতা দিয়েছেন। আমরা আপনাকে মিস করবো তামিম ভাই।’
মিরাজ লেখেন, ‘১৫ হাজার আন্তর্জাতিক রান নিয়ে আপনি বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। আমি ক্রিকেট এবং জীবন সম্পর্কে তামিম ভাইর কাছ থেকে অমূল্য সব শিক্ষা গ্রহণ করেছি। আপনার সব সময়ের সমর্থন, আমার প্রতি রাখা বিশ্বাস এবং সর্বদা সাহস যোগানোর জন্য আপনার প্রতি আমি চির কৃতজ্ঞ। ঐশ্বরিক গুণসম্পন্ন একজন মহান ক্রীড়াবিদ আপনি। খেলোয়াড়রা, ভক্ত-সমর্থকরা এমনকি ক্রিকেটও আপনাকে মিস করবে, তামিম ভাই।’
শরিফুল লেখেন, ‘অনেক ছোট ছিলাম যখন ক্রিকেট খেলাটা বুঝতে শুরু করি, তখনই তামিম ভাইয়ের খেলা দেখতাম। অনেক ভালো লাগতো। তখনও ভাবিনি তামিম ভাইয়ের সাথে খেলার সৌভাগ্য আমার হবে। আমার অভিষেক ম্যাচ টাও তামিম ভাইয়ের অধিনায়কত্বও খেলতে পেরেছি। আমি গর্বিত একজন কিংবদন্তি ক্রিকেটারের সাথে ক্রিকেট খেলায় সুযোগ হয়েছে। অনেক মিস করবো আপনাকে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল ভাইয়া।’
এর বাইরে জাতীয় দল ও এর আশেপাশে থাকা অন্যান্য ক্রিকেটার, মুমিনুল হক, হাসান মাহমুদ, সৌম্য সরকাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post