তামিমের বদলি হিসেবে ওয়ানডে দলে রনি তালুকদার

0
93

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। তাঁর এমন সিদ্ধান্তে পরবর্তী দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। ডানহাতি এই ওপেনার সবশেষ আয়ারল্যান্ড সিরিজ দিয়ে ওয়ানডেতে পথচলা শুরু করেন। তবে আফগানদের বিপক্ষে সিরিজে দল থেকে জায়গা হারান তিনি। এবার তামিমের বিদায়ে আবার ৫০ ওভারের ক্রিকেটে ডাক পড়ল রনির।

গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড সফরের শেষ ওয়ানডেতে অভিষেক হয় ৩২ বছর বয়সী ওপেনার রনির। ওই ম্যাচে ৪ রান করেন আউট হন তিনি। এরপর জায়গা হারান। এবার পেলেন নিজেকে আরেকবার প্রমাণের সুযোগ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তামিম নিজেকে সরিয়ে নেওয়ায় রনিকে স্কোয়াডে নিয়েছেন তারা।

বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ আগামী ৮ জুলাই। একই মাঠে সিরিজের শেষ ম্যাচ ১১ জুলাই। ওয়ানডের পর সিলেটে দু’দল খেলবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এদিকে তামিমের জায়গায় রনিকে দলে নেওয়া হলেও অধিনায়কত্ব কে করবেন, তা জানায়নি বিসিবি। আজ রাতে বোর্ড সভার পর আসতে পারে নতুন অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত।

বাংলাদেশ ওয়ানডে দল-

লিটন দাস, রনি তালুকদার, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here