নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়েছিলেন সৌম্য সরকার। যে কারণে কনকাশন-বদলি হিসেবে সৌম্যর পরিবর্তে ওপেনিং করেন তানজিদ হাসান তামিম। সুযোগ পেয়ে খেলেছেন ৮১ বলে ৮৪ রানের ইনিংস। বাংলাদেশের সিরিজ জয়ে বড় অবদান ছিল তাঁর ব্যাটিংয়ের। তবে ম্যাচ শেষে সৌম্যর কনকাশন-বদলি খেলানো দেখে বিস্ময় প্রকাশ করেছে শ্রীলঙ্কা দল।
শ্রীলঙ্কা দলের সহকারী কোচ নাভিদ নেওয়াজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বলেন, ‘আমরা বদলি দেখে বিস্মিত হয়েছি। কারণ, আমরা ফুটেজ দেখেছিলাম। তাকে ডাইভ দিতে দেখেছিলাম। যা-ই হোক না কেন, এমন কিছুর সঙ্গে তার সংঘর্ষ হয়েছে বলে ওই ঘটনার সময় মনে হয়নি। যাইহোক অফিসিয়ালদের সিদ্ধান্ত আমাদের সম্মান জানাতে হবে। যেটা আইসিসির কোড অব কন্ডাক্টে আছে যে ম্যাচ রেফারির সিদ্ধান্ত এটা। খেলায় অনেক নিয়ম আছে, আমাদের তা মানতে হবে।’
এদিকে সৌম্যের চোট নিয়ে বিসিবির পাঠানো বিবৃতিতে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, ‘একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে সৌম্য বিজ্ঞাপনী বিলবোর্ডে ধাক্কা খেয়ে আঘাত পেয়েছেন। পড়ে যাওয়ার সময় তার মাথা মাটিতে লাগে, ঘাড় শক্ত হয়ে যায়। তিনি মাথা ব্যথার কথা জানিয়েছেন ও তার চোখে দেখতেও সমস্যা হয়েছে। তাকে পর্যবেক্ষণ করা হয়েছে। তিনি বাম হাঁটুতেও চোট পেয়েছেন। সৌম্যের চোটে আমরা কনকাশন বদলির আবেদন করলে তা গ্রহণ করা হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post