নিজস্ব প্রতিবেদক:: তামিম ইকবালের দুর্দান্ত শতকে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে মোহামেডানকে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ড্যাশিং ওপেনার ইনিংস শুরু করে শতক হাঁকিয়ে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। তাতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মোহামেডান।
ফতুল্লায় আগে ব্যাট করতে নামা মোহামেডান ১৯৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংক ক্রিকেট তামিম ইকবালের সেঞ্চুরিতে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
২০০ রানের টার্গেটে খেলতে নামা প্রাইম ব্যাংক মিঠনু ও তামিমের উদ্বোধনী জুটিতেই পায় ৭৩ রান। ব্যক্তিগত ৩১ রানে মিঠুন ফিরে গেলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। তার বিদায়ের পর দ্রুত নাসির ও ইয়াসিরকেও হারায় প্রাইম ব্রাংক। ২ রান করে আসে এই দুই ব্যাটারের ব্যাট থেকে। তামিমের সঙ্গে মুশফিকুর রহিম ৩৯ রানে অপরাজিত থাকেন। ১৫৬ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। ১২ চারে সাজান নিজের ইনিংসটি।
মোহামেডানের হয়ে খালেদ ২টি ও শুভাগত হোম ১টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নাসির, রুবেল-রাজাদের বোলিং তোপে মোহামেডান ৪২ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায়। কোনো ব্যাটারই বড় অঙ্কের দেখা পাননি। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন মাহিদুল ইসলাম। ৪২ বলে চার চারে ও এক ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন শুভাগত হোম। ২২ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস।
প্রাইম ব্যাংকের হয়ে নাসির ৩টি, রুবেল ও রাজা ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০