স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টে দিনেই শুরুতেই ইমরুলকে হারিয়ে ইনিংসে বড় লক্ষ্যে ছুেট চলা বাংলাদেশের বড় সংগ্রহ নিয়ে শঙ্কা ছিলো। কিন্তুু তামিম ইকবালের সেঞ্চুরি, মুমিনুল হকের অর্ধশতকে সেই শঙ্কা কাটিয়ে বড় সংগ্রহের পথেই হাটছিলো বাংলাদেশ।
তবে পারেনি বড় সংগ্রহ করতে। তামিম ইকবাল ও মুমিনুল হক ছাড়া অন্য সব ব্যাটসম্যান ব্যর্থতা দেখিয়েছেন। যার কারণে অল্পতেই থামতে হলো বাংলাদেশকে। ইংল্যান্ডের বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র ২২০ রানেই গুটিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ।
দলের রান যখন ১৭১ তখন ক্রিজে ছিলেন তামিম-মুমিনুল। এরপর হঠাৎ ছন্দপতনে শেষ হয়ে যায় সব। এর সাথে মাত্র ৪৯ রান যোগ করতেই আট ব্যাটসম্যান সাজঘরে। ইংলিশ স্পিনার মঈন আলী একাই নেন পাঁচ উইকেট।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ইমরুল কায়েসকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত এক রানে ক্রিস ওকসের বলে বেন ডাকেটের হাতে ‘শর্ট’ ক্যাচ তুলে দেন কায়েস।
এরপর দুই নম্বরে মুমিনুল হককে সাথে নিয়ে রানের চাকা গতি বাড়াতে থাকেন ড্যাশিং ওপেনার তামিম। দুজনে মিলে গড়েন ১৭০ রানের জুটি। তামিম তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি আর মুমিনুল ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি।
এরপর দৃশ্যপটে আসেন ইংলিশ স্পিনার মঈন আলী। ফিরিয়ে দেন তামিম (১০৪) ও মুমিনুলকে (৬৬)। এছাড়াও ক্রিস ওকস, বেন স্টোকসের আঘাতে একে একে সাজঘরে ফেরেন বাকিরা। দলের সাত জন ব্যাটসম্যানই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।
ইংলিশ স্পিনার মঈন আলী একাই নেন পাঁচ উইকেট। এছাড়াও ক্রিস ওকস তিনটি ও বেন স্টোকস নেন দুটি করে উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০