নিজস্ব প্রতিবেদকঃ বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। তবে সিরিজের দলে নেই ইয়াসির আলী রাব্বি। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল অবশ্য মনে করেন নিজেকে প্রমাণের যথেষ্ট সুযোগ পান নি ইয়াসির।
চট্টগ্রামে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার মনে হয় না ইয়াসির যথেষ্ট সুযোগ পেয়েছে। কারণ (ঘরের মাঠে) আয়ারল্যান্ড সিরিজে ৪-৫ ওভার বাকি থাকতে ও ব্যাটিংয়ে নেমেছে। এরপর আয়ারল্যান্ডে (ইংল্যান্ড) গিয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি। পরে ও আর দলে নেই।’
গত বছর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষেই অভিষেক হয় ইয়াসিরের। অভিষেকের পর থেকে বাংলাদেশের খেলা ২৪ ওয়ানডের মাঝে নয়টিতে একাদশে সুযোগ পান তিনি। যেখানে ৯ ম্যাচে ১৪.৫৭ গড়ে করেছেন ১০২ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি।
ইয়াসির প্রসঙ্গে তামিম আরও বলেন, ‘আমি অনেক সাক্ষাৎকারে বলেছি, যথেষ্ট সুযোগ দেওয়া উচিত। একইসঙ্গে এটাও বলেছি যে, প্রতিটি ক্রিকেটারকে সমান সুযোগ দেওয়া খুব কঠিন। কিছু ক্রিকেটার দেখবেন ৬-৭-৮ ম্যাচ পাচ্ছে, কিছু ক্রিকেটার আবার ২-৩ ম্যাচ পাবে। সমান ম্যাচ সবাইকে দেওয়া হয়তো সম্ভব না। তবে আমিও একমত যে, ইয়াসির যথেষ্ট সুযোগ পায়নি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post