স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মাঝে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তামিম ইকবাল। তামিমের কথার পর বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলাম নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি তামিমকে ‘ভারতের দালাল’ বলে আখ্যা দেন। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে ক্রিকেটারদের একাংশ।
তামিম ইকবালকে করা বোর্ড পরিচালকের ওই মন্তব্যের প্রতি নিন্দা জানান কোয়াবের মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা। তারা দাবি জানান, খেলোয়াড়দের যেমন কথাবার্তা বলার ক্ষেত্রে নিয়মকানুন মানতে জয় সেরকম কোড অব কন্ডাক্ট বোর্ড পরিচালকদের ক্ষেত্রেও থাকা উচিত।
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘আমরা ক্রিকেটারদের সংগঠন (কোয়াব), আমরা দেখব ক্রিকেটারদের স্বার্থ। ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বলতে গেলেও সেটাকে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে।’
গতকাল এক অনুষ্ঠানে তামিম বলেছিলেন, ‘দর্শক আবেগে অনেক কিছু বলেন। কিন্তু সবকিছু যদি আমরা ওইভাবে চিন্তা করি, তাহলে আপনি এত বড় সংস্থা চালাতে পারবেন না। কারণ, আপনার আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং খেলোয়াড়দের জন্য কোনটা ভালো হবে, সব চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।’






























