নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ মাত্র ৯ ওভার ব্যাট করেই জিতল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মিরপুরে শুক্রবার আগে ব্যাট করে রূপগঞ্জ টাইগার্স খেলেছে ৩৯.৪ ওভার। তাদের হয়ে সর্বোচ্চ ২০ রান করেছেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়া ফরহাদ হোসেন ১৯ এবং আসাদুল্লাহ আল গালিব ১৭ রান করেন। প্রতিপক্ষের এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে দাপট দেখিয়েছেন শাইনপুকুরের স্পিনাররা। তাদের চার স্পিনার মিলে ৯টি উইকেট শিকার করেন।
হাসান মুরাদ ২১ রানে সবোচ্চ চার উইকেট নিয়েছেন, এ নিয়ে এক ম্যাচ পরই দ্বিতীয়বার চার উইকেট নিলেন এই বাঁ-হাতি স্পিনার। এছাড়া আরেক অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি ৯ ওভারে মাত্র ১০ রান দিয়ে দুটি উইকেট নেন। স্পিনার এসএম মেহেরব হাসান দুটি এবং লেগ স্পিনার রিশাদ হোসেনও পেয়েছেন এক উইকেট। জবাবে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলমের ঝড়ো ব্যাটিংয়ে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে শাইনপুকুর।
রান তাড়া করতে নেমে কোনো উইকেটই হারায়নি শাইনপুকুর। ২৮ বলের ৫৮ রানের ইনিংসে ৪টি চার ও ৬টি ছয় হাঁকান জিসান। জাতীয় দলের ওপেনার তামিমের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়ের মার। মাত্র ২৪ বলে ফিফটির দেখা পান জিসান। শেষ পর্যন্ত ২৮ বল খেলে অপরাজিত থাকেন ৫৮ রানে। আর ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করা জাতীয় দলের ওপেনার তামিম ২৬ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কার মার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post