স্পোর্টস ডেস্কঃ সেন্ট লুসিয়ার হালকা ঘাসের উইকেটে দ্বিতীয় টেস্টের শুরুটা নেহায়েত মন্দ করেনি বাংলাদেশ। শুক্রবার রাতে শুরু হওয়া ম্যাচে উইকেটে থিতু হয়ে ব্যাটসম্যানদের উইকেট ছুঁড়ে দিয়ে আসার প্রবণতায় টাইগারদের ইনিংস শেষ হয়েছে মাত্র ২৩৪ রানে। জবাব দিতে নেমে বিনা উইকেটে ৬৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে উইন্ডিজ। ফলে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা কেটেছে হতাশাতেই।
ওপেনার তামিম ইকবালের শুরুটা ছিল দুর্দান্ত। শুরু থেকেই বলের যোগ্যতা বুঝে খেলেছেন তিনি। সেই সঙ্গে রানের চাকাও সচল রেখেছেন। অন্যপ্রান্তে মাহমুদুল হাসান জয় কিছুটা নড়বড়ে থাকলেও তামিম ছিলেন সাবলীল। এমন শুরুর পরও হাফ সেঞ্চুরির আগেই তাকে ফেরান আলজারি জোসেফ।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘বোলিংয়ে যদি ২৫-৩০ রান আরও কম দিতাম, তাহলে ভালো হতো। কারণ ওরা যে ধরনের ব্যাটিং করে সাধারণত, সেটা এত দ্রুত না। আমার কাছে মনে হয় ২০-২৫ রান বেশি দিয়ে দিয়েছি আমরা।’
ইনিংস বড় করতে না পারায় হতাশ তামিম, ‘টেস্ট ক্রিকেটে এরকম শুরু পেয়ে গেলে সাধারণত আমার ইনিংসগুলো বড় হয়। দুর্ভাগ্যজনক যে বড় করতে পারিনি। আজকের বলটি আমি ছেড়ে দিতে পারতাম। তবে বলটি যতটা ওঠার কথা নয়, তার চেয়ে বেশি উঠেছে। এজন্য ব্যাটের স্টিকারে লাগে।’