স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ দলে অদৃশ্য অস্থিরতা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেতরে ভেতরে এশিয়া কাপের দল নিয়ে নানান কাঁটাছেড়া চলছে। সবশেষ নির্বাচক প্যানেলের তিন সদস্য বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে দেখা করেছেন।
সেখানে এশিয়া কাপের দল নিয়ে কথা বলেছেন সবাই। যার মধ্যে অন্যতম ইস্যু ছিল তামিম ইকবাল। বাংলাদেশের এই তারকা ব্যাটারের ভবিষ্যত নিয়ে ধুম্রজালে সবাই। যদি পুরোপুরি ফিট না থেকে তামিম না খেলেন, তাহলে ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন কে সেটা বড় প্রশ্ন। এখানে তামিম কবে ফিরবেন, সেটিও একটি বিষয়। এর ওপরে অধিনায়কত্বের অনেকটাই নির্ভর করছে।
তবে বিসিবি আপাতত এশিয়া কাপে লিটন দাসকে সহ-অধিনায়ক হিসেবে ধরে রাখছে। তামিম যদি না খেলেন, সেখানে তিনিই হবেন অধিনায়ক। দেশীয় গণমাধ্যম যমুনা টিভিকে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে।
নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত এখনও পর্যন্ত আমাদের ক্যাপ্টেন তামিম ইকবাল। এখন সমস্যা হচ্ছে, ও (তামিম) কখন থেকে খেলবে বা খেলতে পারবে, সেটা তো আমরা এখনও পর্যন্ত জানি না। ও ডাক্তার দেখিয়ে আসছে। স্পষ্টভাবে ওর সমস্যা আছে, এখন যেটা আমরা জানলাম। অবশ্য আগে জানতাম না যে, ওর বেশ সমস্যা আছে। এই সমস্যাটার জন্য কী করতে হবে, কতদিন সময় লাগবে এইগুলো না জেনে কিছু মন্তব্য করা কঠিন।’
বিসিবি বস আরও বলেন, ‘এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে, এখন তামিম না খেললে কী হবে? আমার জানা মতে, তামিম না খেললে তার পরিবর্তে বর্তমানে যে সহ-অধিনায়ক আছে সেই অধিনায়ক হবে। কিন্তু সবচেয়ে আগে জানা দরকার তামিমের প্ল্যানটা কী। ওকে নিশ্চয়ই একটি কার্যক্রমের মধ্যে যেতে হবে। যেটা বলে দিয়েছে তারা।’
‘ওই কার্যক্রমটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কতদিন লাগবে, ওর কী মনে হয়, এইগুলো ওর সাথে আলাপ না করে বলাটা কঠিন। আমাদের সাথে বসেই ওর প্ল্যানটা বলবে। কয়েক দিনের মধ্যেই বসবো। যত তাড়াতাড়ি সম্ভব ওর প্ল্যানটা জানতে পারি ততই ভালো। কিন্তু স্পষ্টভাবে বলতে চাই, আমরা ওর উপর প্রেশারইজড করতে চাই না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post