স্পোর্টস ডেস্ক:: ২০২০ সালে মাশরাফী বিন মোর্ত্তজা সরে দাঁড়ালে ওয়ানডে অধিনায়ক হন তামিম ইকবাল। এরপর আর পেছনে ফেরে থাকাতে হয়নি। ড্যাশিং ওপেনারের নেতৃত্বে একের পর এক সিরিজ জিতেই চলছে বাংলাদেশ দল। গত ছয় সিরিজে একমাত্র নিউজিল্যান্ডের কাছে হেরেছেন তামিম। বাকী সবগুলোই জিতেছেন এই অধিনায়ক।
সাউথ আফ্রিকার মতো ‘কঠীন’ কন্ডিশনেও সিরিজ জয়ের দেখা পেয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার ক্যারিবিয়ান সফরেও সিরিজ জয়ের হাতছানি। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতেই লিড নিয়েছে বাংলাদেশ। বাকী থাকা দুই ম্যাচের এক ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে। তবে বাংলাদেশ বাকী রাখতে চায় না, আজই সিরিজ জয় নিশ্চিত করতে চায়।
দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ানোর আগে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তামিম ইকবালের নেতৃত্বের প্রশংসা করে মিরাজ জানিয়েছেন, ড্যাশি এই ওপেনার খুব ভাল অধিনায়ক। দলের সবাই তাকে সমর্থনও করছেন।
তামিম ইকবাল সফলতা পাচ্ছেন জানিয়ে মিরাজ বলেন, ‘তামিম ভাই অনেক ভালো অধিনায়কত্ব করছেন এবং ভালো সফলতাও পাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে আমরা সিিজ জিতেছি। সব মিলিয়ে সম্প্রতি ৪টা-৫টার মতো সিরিজ জিতেছি তামি ভাইয়ের অধিনায়কত্বে। খুবই ভালো করছেন।’
খেলোয়াড়রা পেছন থেকে সাপোর্ট করছেন জানিয়ে মিরাজ বলেন, ‘সবথেকে বড় কথা তাকে সবাই সমর্থন করছেন পেছন থেকে। ফিল্ডার বলেন, ব্যাটিং বলেন, বোলিং বলেন সবাই তাকে অনেক সমর্থন করছেন। এজন্য কাজটা সহজ হয়ে যাচ্ছে। তো সবাই যদি যার যার রোলটা ভালোভাবে পালন করতে পারে তাহলে অধিনায়কের জন্য কাজটা সহজ হয়ে যায়। আমরা যারা খেলোয়াড় আছি তারা পেছন থেকে সাপোর্ট করছি যেন যার যার রোলটা ভালোভাবে পালন করা যায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০