তামিম-মিরাজের ব্যাটিং অর্ডার পরিবর্তনের কারণ বুঝতে পারছেন না কুম্বলে

0
43

স্পোর্টস ডেস্কঃ তামিক ইকবালকে ছাড়াই বিশ্বকাপে খেলছে বাংলাদেশ দল। চোটের কারণে বাঁহাতি এই ওপেনার শেষ মূহুর্তে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন। তবে চলতি বিশ্বকাপে তাঁকে মিডল বা লোয়ার মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল বিসিবি পক্ষ থেকে। সম্প্রতি এমনটি দাবি করেছিলেন দেশের সেরা এই ওপেনার।

এদিকে নিয়মিত ওপেনার তামিমকে ছাড়া ছন্দে নেই বাংলাদেশের উদ্বোধনী জুটি। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ওপেনিং জুটির স্থায়িত্ব ছিল মাত্র ১৯ রান। ২৭ রানের মধ্যে ফিরেছিলেন দুই ওপেনার—লিটন দাস ও তানজিদ হাসান। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে ভাঙে ওপেনিং জুটি। স্বাভাবিকই আলোচনা-সমালোচনা হচ্ছে এই বিষয়টি নিয়ে।

সবশেষ এশিয়া কাপে ‘মেইকশিট’ ওপেনার হিসেবে খেলেছেন মেহেদি হাসান মিরাজ। যেখানে দারুণ সফল হয়েছিলেন তিনি। আবার বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলেন তিন নম্বরে। ফিফটি হাঁকান তিনে নেমে। পরের ম্যাচে মিরাজকে আবার পাঁচে নামায় টিম ম্যানেজমেন্ট। যা মোটেও বুঝতে পারছেন না ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে। ইএসপিএনক্রিকইনফোর-এর এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক এই তারকা।

কুম্বলে বলেন, ‘তানজিদ তামিম বিশ্বকাপে দুই ম্যাচে ওপেন করেছে। অথচ তামিম ইকবাল অনেক অভিজ্ঞ ওপেনার। তাকে না নিয়েই চলে এসেছে তারা। তাকে বলা হলো, খেলতে হলে মিডল অর্ডারে খেলতে হবে। অন্য দিকে মেহেদি হাসান মিরাজ ওপেনিংয়ে এসে সেঞ্চুরি করল। এরপর আগের ম্যাচ তাকে দেখলাম ৫ নম্বরে খেলতে। বুঝতেছি না দলটায় কি হচ্ছে! ওরা এখনো পরীক্ষা-নিরীক্ষা করছে। আপনি যদি বিশ্বকাপেই এত পরীক্ষা-নিরীক্ষা করেন, তবে সমস্যায় পড়তে হবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here