নিজস্ব প্রতিবেদকঃ তামিম ইকবাল আচমকায়ই অবসরের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন যা কিনা বড় ধাক্কা বাংলাদেশ দল, এমনকি পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য। নিয়মিত অধিনায়কের বিদায়ের পর এবার নেতৃত্বের ভার পড়েছে লিটন দাসের কাঁধে।
অতীতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও, হুট করে এমনভাবে, এমন একটা দায়িত্ব নেওয়া চাপই। ম্যাচ পুর্ববর্তী সংবাদ সম্মেলন এমন প্রশ্ন এসেছিল লিটন দাসের কাছে। তবে সেই প্রশ্ন দারুণভাবেই পাশ কাটিয়েছেন। জানিয়েছেন, কোনো চাপ অনুভব করছেন না। এছাড়া জানিয়েছেন, তামিম যেভাবে দলকে সামলে রাখতেন, সেটাই ধরে রাখার চেষ্টা করবেন তিনি। সিরিজে ঘুরে দাঁড়াতে সবাই এক হয়ে খেলবে।
চাপ প্রসঙ্গে লিটন দাস বলেন, ‘না, ভাই চিল (আছি)।’
লিটন দাস আরও বলেন, ‘এখানে সব ক্রিকেটাররা ভাল সতীর্থ। একসঙ্গে খেলছি। ভাইয়ের (তামিম ইকবাল) কাছ থেকে নেয়া বা না নেয়ার কিছু নেই। উনি যেভাবে দলকে সামলে রাখতেন, ক্রিকেটারদের সামলে রাখতেন, সেটা আমি ধরে রাখার চেষ্টা করবো। আমি টিম বন্ডিংটা চাই যেন টিকে থাকে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা