নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলের জার্সিতে আবার মাঠে নামার অপেক্ষায় ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের সাবেক দুই অধিনায়কের প্রত্যাবর্তনের সিরিজে তাদের চাপে রাখতে চান না লিটন দাস।
সাকিব আল হাসানের বিশ্রামের কারণে কিউইদের বিপক্ষে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন। এই ওপেনার বুধবার সংবাদ সম্মেলনে জানান, তামিম-রিয়াদ তাদের প্রত্যাবর্তনের এই সিরিজ উপভোগ করুক এমনটাই চান তিনি। আগামীকাল দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে।
বুধবার সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘দলে তাদের (তামিম-রিয়াদ) মতো দু’জন সিনিয়র থাকা মানে এটা সব দিক দিয়ে সহায়তা করবে। তারা বেশ কিছুদিন পরে দলে ফিরেছেন। আমি তাদের ওপর কোন চাপ দিতে চাই না। তাদের খেলাটা উপভোগ করতে দিন। কারণ কেউ একজন খেলাটা উপভোগ করলেই তার সফল হওয়ার সম্ভাবনা বেশি।’
লিটন আরও বলেন, ‘দলে ভূমিকা পরিস্থিতির ওপর নির্ভর করে। আমরা যদি দ্রুত উইকেট হারায় রিয়াদ ভাই ৩০-৩৫ ওভার ব্যাটিং করার জন্য ক্রিজে যাবেন। সৌম্য’র জন্যও বিষয়টি একই। যেখানেই ব্যাট করুক রান করতে হবে। সুতরাং এটা নিয়ে তাদের বলে দেওয়ার কিছু নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post