স্পোর্টস ডেস্কঃ আসন্ন কাতার বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্সসহ পরিচিত সকল তারকাই আছেন বিশ্বকাপ দলে। অধিনায়ক রোনালদো এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। তবে ইনজুরিতে পড়ে আসর থেকে ছিটকে গেছেন দলটির তারকা স্ট্রাইকার দিয়োগো জোটা।
গ্রুপ পর্বে পর্তুগাল প্রথম ম্যাচে ২৪ নভেম্বর মুখোমুখি হবে ঘানার। ২৯ নভেম্বর উরুগুয়ে এবং ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে তারা। দলে জায়গা না পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য পিএসজির মিডফিল্ডার রেনাতো সানচেজ।
দলকে নেতৃত্ব দেবেন রোনালদো। প্রত্যাশিতভাবে বৈশ্বিক আসরের দলে ডাক পেয়েছেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপেও। তবে চমক হিসেবে আছেন আন্তোনিও সিলভা। ১৯ বছর বয়সী বেনফিকার এই ডিফেন্ডার দেশের হয়ে সব বয়সভিক্তিক দলে খেলার পর এবার আন্তর্জাতিক ফুটবল রাঙানোর অপেক্ষায়।
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড-
গোলরক্ষক: দিয়েগো কস্তা, রুই প্যাট্রিসিও ও হোসে সা।
ডিফেন্ডার: জোয়াও ক্যানসেলো, ডিয়োগো ডালোট, পেপে, রুবেন ডায়াস, দানিলো পেরেইরা, আন্তোনিও সিলভা, নুনো মেন্ডেস ও রাফায়েল গুয়েরেইরো।
মিডফিল্ডার: উইলিয়াম, রুবেন নেভেস, পালহিনহা, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনহা, ওটাভিও, ম্যাথিউস নুনেস, বার্নার্ডো সিলভা ও জোয়াও মারিও।
ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিও, রিকার্ডো হোর্তা, আন্দ্রে সিলভা ও গনসালো রামোস।