নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে আসলো কাঙ্খিত সেই গোল। বাংলাদেশের জার্সিতে ক্যারিয়ারের প্রথম গোল করলেন তারিক রায়হান কাজী। ফিনল্যান্ড থেকে বাংলাদেশে আসা এই ডিফেন্ডারের দারুণ গোলে সিশেলসের বিপক্ষে লিড নিয়েছে বাংলাদেশ দল।
সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ শেষে সিশেলসের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। স্বাগতিকরা লিড নিয়েই গেছে মধ্যাহ্ন বিরতিতে।
বাংলাদেশ দলের একমাত্র গোলটি আসে ম্যাচের ৪২তম মিনিটে। জামাল ভূঁইয়ার ফ্রি-কিক শট থেকে বল রুখতে গিয়ে ভালোভাবে ক্লিয়ার করতে পারেননি সিশেলসের ফরোয়ার্ড ব্রেন্ডন। আর ডি-বক্সের ভেতর বল পেয়ে দারুণ হেডে গোল করেন তারিক।
প্রথমার্ধে দুই দলের শক্তিমত্তা ও সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশ এগিয়ে থাকলেও, ম্যাচে প্রতিফলন দেখা যায়নি এর। শুরুর দিকে জামালরা দাপট দেখালেও, সময় যত গড়িয়েছে ম্যাচে ফিরেছে সিশেলস। অতিথিরা মাঝে ভয়ও ধরিয়েছে।
ম্যাচে বাংলাদেশ সবচেয়ে সুবর্ণ সুযোগ পায় ৩৩তম মিনিটে। জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে হেড করেন ডিফেন্ডার তপু বর্মণ। তবে সেখান থেকে গোল আদায় করতে পারেননি সিশেলস গোলরক্ষকের দক্ষতায়। পাল্টা কাউন্টার অ্যাটাকে গোলের সুযোগ তৈরি করে সিশেলস। তবে ডিফেন্সে সাদ উদ্দিন ও রিমন হোসেইনের দক্ষতায় সম্ভব হয়নি। ম্যাচের ৩৬তম মিনিটে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন মিডফিল্ডার সোহেল রানা।
শেষ পর্যন্ত ৪০ মিনিটের পর গিয়ে ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে গোল করেন তারিক। জাতীয় দলের জার্সিতে এই ফিনল্যান্ড প্রবাসীর এটিই প্রথম গোল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post