নিজস্ব প্রতিবেদক: সিলেটে আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপে চমকই দেখালো গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল। একেবারে আনকোড়া দল থেকে হয়ে উঠছে শিরোপার অন্যতম দাবিদার।
কোচ রাহেলই ভাবতে পারেননি তার শিষ্যরা এতটা ভালো খেলবে। দলটা তিনি তৈরি করে ছিলেন আগামি দুই বছরের জন্য। কোচের চাহিদা ছিলো আগামি দুই বছর পর এই দলটা যাতে চ্যাম্পিয়ন হয় সে লক্ষ্যেই ছিলো কোচের।
কিন্তুু এখন আর দুই বছর অপেক্ষা হয়তো করতে হবে না কোচ রাহেলকে। এবারই চমক দেখাচ্ছে তার শিষ্যরা। প্রথম বারই চমকে দিয়ে তারা পৌছে গেছে শিরোপার কাছাকাছি। আর একটি ম্যাচ জিততে পারলেই আন্ত:উপজেলা চ্যাম্পিয়ন হয়ে যাবে গােলাপগঞ্জ উপজেলা ফুটবল দল।
উপজেলা কাপে যেখানে প্রতিটি দলই বিদেশী খেলোয়াড়দের নিয়ে খেলছে সেখানে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল সব স্থায়ী খেলোয়াড় নিয়ে খেলছে টুর্ণামেন্ট জুড়ে। প্রতিটি ম্যাচে নিজ উপজেলার সব খেলোয়াড়কে নিয়ে দল সাজিয়ে বাজিমাত করেছেন দলটির কোচ রাহেল।
গোলাপগঞ্জ উপজেলা দলের কোচ নূরী আলম জাহান নূরী তারুণ্য নির্ভর দল গঠন করেছে। তরুণ সব খেলোয়াড়দের উপর আস্থা রেখেই তুলে নিয়েছেন একের পর এক জয়। যেখানে অন্য দলগুলোকে ডুবিয়েছেন বিদেশীরা, সেখানে আস্থার প্রতিদান দিয়ে শত ভাগ খেলেছেন গোলাপগঞ্জের স্থানীয় খেলোয়াড়রা।
তরুণদের নিয়ে দল গঠণ করে টুর্ণামেন্টের শিরোপার দাবিদার হয়ে উঠছে দলটি। গত ২৫ অক্টোবর থেকে শুরু টুর্ণামেন্টে আলোচনায়ই ছিল না নতুনদের নিয়ে গড়া দলটি। কিন্তুু মাঠের পারফরম্যান্সে কোচ রাহেলের শীষ্যরা চলে এসেছেন আলোচনায়।
গোলাপগঞ্জ উপজেলাপ ফুটবল দলে গ্রুপ পর্বে ৩০ অক্টোবর বিয়ানীবাজার উপজেলা ফুটবল দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনালে ২ নভেম্বর ফেঞ্চুগঞ্জকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
৪ নভেম্বর সেমিফাইনালে টুর্ণামেন্টের আরেকটি শিরোপা প্রত্যাশী ওসমানীনগর উপজেলা ফুটবল দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারুণ্য নির্ভর দলটি।
গোলাপগঞ্জের কোচ রাহেল বলেন, আমরা চেষ্টা করেছি ভালো একটি দল গঠনের জন্য। আমাদের লক্ষ্য ছিলো তরুণদের তৈরি করা। যাতে আগামিতে চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তুু আমার ছেলেরা আত্মবিশ্বাসী। আমরা তাই শিরোপার কাছে আসতে পেরেছি।
দলে দুই জন বিদেশী খেলোয়াড়ের সুযোগ থাকার পরও বিদেশী না খেলানোর জন্য এই কোচ বলেন, আমি সব সময় বাইরের প্লেয়ার অপছন্দ করি। আমার যারা আছে, তাদেরকে নিয়েই আমাকে ফাইট করতে হবে।
দলটির প্রাথমিক দলে থাকা খেলোয়াড়রা হলেন, সুমান, জুয়েল গোল, রাসেল, নাহিম, দেলোয়ার, নজরুল, শাকিল, রেমল, সুফিয়ান, গোলজার, শাহজাহান, ফাহিম, ফজল, জলিল, সুমান, রানা, পান্না, নাবিল, রনি, মিটু, হুসেন, ইকবাল, হামিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০