স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাসকিন আহমেদকে পায় নি বাংলাদেশ। চোট পেয়েছেন ডানহাতি এই পেসার। সেই ম্যাচটি জেতাও হয় নি টাইগারদের। এবার সাকিব আল হাসানদের সামনে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা। আগামীকাল (মঙ্গলবার) মুম্বাইয়ে প্রোটিয়াদের বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচেও পেসার তাসকিনকে পাওয়া যাবে না।
দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাসকিনের চোট থেকে সেরা না ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কালকের পর থেকে তাসকিন সুস্থ হবেন বলে আশা করছেন তিনি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাঁধের পুরনো চোট ফিরে এসেছিল তাসকিনের। সেই চোট নিয়েই বাকি দুই ম্যাচে খেলেছিলেন তিনি।
যদিও সেই ম্যাচগুলোয় পুরো ১০ ওভার বোলিং করতে পারেননি তাসকিন। এদিকে তাঁর চোট এখনও সারেনি। যে কারণে পুনেতে তার কাঁধে এমআরআই করানো হয়েছে। চোটের কারণে তিনি বর্তমানে পর্যবেক্ষণে আছেন। আগের সূত্রে জানানো হয়েছিল, প্রোটিয়াদের বিপক্ষে তাসকিনের না খেলার সম্ভাবনাই বেশি। আজ সাকিব নিশ্চিত করলেন বিষয়টি।
সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘কালকের ম্যাচে সে থাকছে না। আশা করছি, কালকের ম্যাচের পর থেকে সে খেলার মতো থাকবে। তার কাঁধে কিছুটা অস্বস্তি রয়েছে। দুই ম্যাচ ধরে সে ভুগছে। তাই চিকিৎসক-ফিজিও সিদ্ধান্ত নিয়েছে, সে যদি দুই ম্যাচ বিশ্রামে থাকে তাহলে শেষ ৪ ম্যাচের জন্য সে ফিট থাকবে। ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
সাকিব আরও বলেন, ‘তাসকিন এই দলের গুরুত্বপূর্ণ অংশ। তাই আমরা তাকে টুর্নামেন্ট শেষ হওয়ার আগে হারাতে চাই না। আমাদের হাতে তার জায়গা নেওয়ার মতো বিকল্পও নেই। তাই আপাতত বিশ্রাম দিয়ে শেষ ৪ ম্যাচে তাকে পাওয়ার আশা করছি।’
বিশ্বকাপে পায়ের পেশির চোটের কারণে সাকিব খেলতে পারেন নি ভারতের বিপক্ষে। তবে সেই চোট কাটিতে ফেরার অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক। আগামীকাল মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে খেলার ইঙ্গিত দিয়েছেন সাকিব নিজেই।
সংবাদ সম্মেলনে সাকিব নিজের ইনজুরি নিয়ে বলেন, ‘ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post