তাসকিনদের ম্যাচ দিয়ে শুরু জিম-আফ্রো টি-টেন

0
100

স্পোর্টস ডেস্কঃ জিম সাইবার-সিটি জিম আফ্রো টি-টেনের প্রথম আসরের সূচি প্রকাশিত হয়েছে। জিম্বাবুয়েতে ঝাঁকজমক এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে দল পেয়েছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। আসরের প্রথম ম্যাচেই তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস মুখোমুখি হবে ইরফান পাঠানের হারারে হারিকেন্সের।

জিম-আফ্রোতে অংশ নেওয়া ৫টি ফ্র্যাঞ্চাইজি হলো হারারে হ্যারিকেন্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস ও জোবার্গ লায়নস। মুশফিক মাঠ মাতাবেন জোবার্গ লায়নসে। ২০ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৯ জুলাই। সবগুলো ম্যাচই আয়োজিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে।

ম্যাচ শুরুর আগে হবে ঝাঁকজমপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। ঘণ্টাব্যাপী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৭টায় তাসকিন-ইরফানের লড়াই দিয়ে শুরু হবে জিম-আফ্রো টি-টেন। পরে টানা তিন দিন ৯টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথমটি শুরু হবে বিকেল ৩টায়, দ্বিতীয়টি বিকেল ৫টায় ও শেষটি হবে সন্ধ্যা ৭টায়। ২৪ ও ২৭ জুলাই ছাড়া আরও ৩দিন মাঠে গড়াবে ৩টি করে ম্যাচে। ২৪-২৭ জুলাই হবে ২টি। ২৮ জুলাই থেকে শুরু হবে কোয়ালিফায়ার-এলিমেনেটেরের খেলা। ফাইনালের পর ঝাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান রাখা হয়েছে।

সূচি নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর ম্যাকোনি খুবই উচ্ছ্বসিত, ‘জিম সাইবার সিটি জিম আফ্রো টি-টেনের সময়সূচী ঘোষণা দেশে উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। প্রথম বলটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট হবে এবং আমি নিশ্চিত জিম্বাবুয়ের মানুষ খোলামনে উচ্ছমানের ক্রিকেটকে উন্মুক্ত মনে স্বাগত জানাবে।’

টি-টেনের প্রতিষ্ঠাতা নওয়াব শাহজি উল-মুলক বলেন, ‘আমরা এই সময়সূচী ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ এটি আমাদের একটি যুগান্তকারী মুহূর্তে উপহার দেবে। টি-টেন যাত্রার গতি এবং বিনোদিত করা অব্যাহত রেখেছে। আমরা হারারে জিম সাইবার সিটি জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে একই রকম আশা করি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here