স্পোর্টস ডেস্ক: অবৈধ বোলিং এ্যাকশনের দায়ে আর্ন্তজাতিক ক্রিকেটে নেই তাসকিন আহমদ। ফেরার লড়াইয়ে গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আইসিসি অনুমোদিত ল্যাবে তিনি পরীক্ষা দিয়েছেন।
তাসকিনের সেই পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। যার কারণে আফগানিস্তান বা ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষনা করা হচ্ছে না।
তাসকিনের রিপোর্ট পাওয়ার পরই দল ঘোষণা করা হবে। আইসিসি ল্যাব থেকে তাসকিন আহমদে বোলিংয়ের অনুমতি পেলে দলে নেওয়া হবে তাকে।
চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে মাশরাফি-সাকিবরা। ২৫শে সেপ্টেম্বর সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে।
প্রাথমিক দলে থাকা ২০ জনকে নিয়েই রবিবার থেকে শুরু হয়েছে অনুশীলন। আফগানদের বিপক্ষে চূড়ান্ত দল ঘোষণা একটু বিলম্ব হচ্ছে। জানা গিয়েছে, ম্যাচ শুরুর মাত্র ২ দিন আগে অর্থাৎ ২২ সেপ্টেম্বর দল ঘোষণা করা হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মূলত দুটি কারণে দল ঘোষণা দেরি করছেন নির্বাচকরা। একটি কারণ হলো- ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তার বোলিং অ্যাকশনের রিপোর্ট পাওয়া যাবে ২২ তারিখ দুপুরের মধ্যে। সেক্ষেত্রে বিকাল বা সন্ধ্যায় চূড়ান্ত দল দিয়ে দিবেন নির্বাচকরা।
বোলিং অ্যাকশন পরীক্ষায় ইতিবাচক রিপোর্টই আশা করছে বিসিবি। আর ইতিবাচক রিপোর্ট হলে চূড়ান্ত দলে থাকবেন তাসকিন আহমেদ।
পাশাপাশি তামিমের চোটের ব্যাপারটাও মাথায় রাখছেন নির্বাচকরা। গত মাসের ২৭ তারিখে অনুশীলন করার সময় আঙুলে ব্যথা পান এই বাঁহাতি ড্যাশিং ওপেনার।
চার সপ্তাহ বিশ্রাম শেষে রবিবার ফিরছেন অনুশীলনে। তার আঙ্গুলের অবস্থা ভালো। অনুশীলনে ব্যাটও করেছেন। তবে আরো দুই তিন পর বোঝা যাবে আফগানদের বিপক্ষে তিন ম্যাচেই খেলতে পারবেন কিনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০