স্পোর্টস ডেস্কঃ মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় পেসার হিসেবে আফগানিস্তান ম্যাচে উইকেটের দেখা পেলেন তাসকিন আহমেদ। ফেরালেন মোহাম্মদ নবিকে। তাতে দলীয় ১২৬ রানে ষষ্ঠ উইকেট হারাল আফগানরা। এর আগে নাজিবউল্লাহ জাদরানকে ফেরান সাকিব আল হাসান। যেটি ছিল ইনিংসে তাঁর তৃতীয় শিকার।
তাসকিনে করা ৩০তম ওভারে এড হয়ে বোল্ড নবি। ফেরার আগে করেছেন মাত্র ৬ রান। তাসকিনের বল অফে খেলতে চেয়েছিলেন নবি। ঠিক মতো পারেননি, ব্যাটের কানায় লেগে উড়িয়ে দেয় লেগ স্টাম্প। ১২ বলে তিনি করেন ৬ রান। ৩০ ওভারে আফগানিস্তানের রান ৬ উইকেটে ১২৬।
এর আগে দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। সাকিবের অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বলে সুইপ করেন ইব্রাহিম জাদরান। বল ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় ডিপ স্কয়ার লেগে। বেশ কিছুটা এগিয়ে সহজেই মুঠোয় নেন তানজিদ হাসান। ভাঙে ৫০ বল স্থায়ী ৪৭ রানের জুটি। ২৫ বলে এক ছক্কা ও তিন চারে ২২ রান করেন ইব্রাহিম।
দলীয় ৮৩ রানে সাকিবের বলে আউট হয়েছেন রহমত শাহ। এর আগে ইব্রাহিম জাদরানকেও আউট করেছিলেন বাঁহাতি এই স্পিনার। দলীয় ৮৩ রানে রহমত ফিরেন উড়িয়ে মারতে গিয়ে। এর আগে হাশমাতউল্লাহ শহিদীকে ফেরান মেহেদি হাসান মিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০