স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে বোল্ড করলেন তাসকিন আহমেদ। এর আগে শরিফুল ইসলামও পেয়েছেন উইকেট। দলীয় ৭৪ রানে বাবর ফিরেছেন।
বাংলাদেশের করা ১৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে জোড়া উইকেট হারিয়েছে স্বাগতিকরা। পাকিস্তান অধিনায়ক আউট ২২ বলে ১৭ রান করে। ১৬তম ওভারে এসে দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। এর আগে ফখরকে ফিরিয়ে টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন শরিফুল।
এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে শাহিন আফ্রিদি-হারিস রউফদের বিপক্ষে মাত্র ১৯৩ রানে গুঁটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। লাহোরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে ছিল টাইগাররা। অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ১০০ রানের জুটির সুবাদে দুইশর কাছাকাছি যেতে পেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post