নিজস্ব প্রতিবেদক:: টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয় দারুণ শুরু করেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলেই লঙ্কান ওপেনার কুশল মেন্ডিসকে সাজঘরে পাঠিয়েছেন তাসকিন আহমদ।
দুই চারে আট বলে ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফিরেছেন মেন্ডিস। দলীয় ২১ রানেই প্রথম উইকেট হারিয়েছে লঙ্কানরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৩.৩ ওভারে এক উইকেটে ৩৩ রান। ১৭ রানে পাথুম নিশাঙ্কা ও ৪ রানে কামিন্দু মেন্ডিস অপরাজিত আছেন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
Discussion about this post