স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-২০ ম্যাচে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। গায়ানায় রাত ১২টায় শুরু হচ্ছে ম্যাচটি।
বাংলাদেশ একাদশে এসেছে পরিবর্তন। পেসার তাসকিনের জায়গায় একাদশে ফিরেছেন স্পিনার নাসুম আহমদ। আফিফ হোসেন ধ্রুক, মোসাদ্দেক হোসেন সৈকতরা আছেন একাদশে। চোটের জন্য একাদশ থেকে বাদ পড়া মুনিম শাহরিয়ার ফিরেননি একাদশে।
বাংলাদেশ একাদশ:: মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নি্র/ডেস্ক/০০