নিজস্ব প্রতিবেদক:: সাগরিকায় বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও লড়াইয়ের মতো পূঁজি তুলেছে সফরকারী জিম্বাবুয়ে। ক্লাই।ভ মাদান্দে ও জয়লর্ড গাম্বিদের সম্মিলিত প্রচেষ্টায় সিকান্দার রাজার দল অলআউট হয়েছে ১২৪ রানে।
জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১২৫ রান।
টস জিতে বাংলাদেশ অধিনায়ক জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাট করতে নামা সফরকারীদের শুরু থেকেই চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। ইনিংসের দলীয় ৮ রানের মাথায় ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ক্রেইগ আরভিনকে বোল্ড আউট করেন মেহদী হাসান। রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার।
দ্বিতীয় উইকেটের জন্যও খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে দলীয় ওপেনার গাম্বিকে ফিরিয়ে প্রত্যাবর্তনের উইকেট তুলে নেন সাইফুদ্দিন। চার চারে ১৪ বলে ১৭ রান করে ফিরেন উদ্বোধনী এই ব্যাটার। দ্বিতীয় উইকেট হারানোর পর কোনো রান সংগ্রহের আগেই রানআউট হয়ে যান ব্রায়ান বেনেট। তিন চারে ১৫ বলে ১৬ রান করেন তিনি।
ষষ্ট ওভারে এই রানআউটের পর এবার আরো বড় ধাক্কায় সফরকারীরা। রানের খাতা খুলার আগেই দ্বিতীয় বলে সিকান্দার রাজাকে প্যাভেলিয়নে ফেরত পাঠান মেহদী হাসান। দুই রান যোগ করতেই সপ্তম ওভারের প্রথম বলে দলীয় ১৮ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় রাজার তদল। দলীয় ৩৮ রানে সেন উইলিয়ামসনের উইকেট ভেঙে দেন তাসকিন আহমদ।
দ্রুত ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলটি তিন রান যোগ করতেই হারায় আরো একটি উইকেট। ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে দলীয় ৪১ রানের মাথায় এবার বিদায় নেন লুক জং। ২ রান করা এই ব্যাটারকে প্যাভেলিয়নে ফেরত পাঠান সাইফুদ্দিন।
অষ্টম উইকেটে ওয়েলিংটন মাসাকাদজা ও ক্লাইভ মাদান্দে ৭৫ রানের দারুণ প্রতিরোধ গড়া জুটি গড়েন। তাতেই শত রান পেরুয় সিকান্দার রাজার দলের। ১৯তম ওভারের তৃতীয় বলে দলীয় ১১৬ রানের মাথায় মাদান্দের বিদায়ে ভাঙে এই জুটি। ৩৯ বলে ইনিংস সর্বোচ্চ ৪৩ রানের সংগ্রহে মাদান্দে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন। তাসকিন তাকে বোল্ডের পরপরই জিম্বাবুয়ের ইনিংস আর বেশি বড় হয়নি।
মাদান্দের বিদায়ের পরপরই ওয়েলিংটন মাসাকাদজাও ফিরেন দ্রুত। শেষ ওবারের দ্বিতীয় বলে রানআউট হন দলীয় ১১৯ রানের মাথায়। ৩৮ বলে দু’টি করে চার ও ছক্কায়ঢ ৩৪ রান করেন তিনি। ১ রানে মুজারাবানি শেষ বলে আউট হলে ১২৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে সাইফুদ্দিন, তাসকিন ৩টি করে ও মেহদী হাসান ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post