স্পোর্টস ডেস্কঃ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ এইচপি দল। সোমবার (১২ আগস্ট) ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান করেছেন পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তাসমানিয়া।
আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা আশা জাগানিয়া ছিল। জিশান আলম মাত্র ২৩ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। তবে আরেক ওপেনার তানজিদ তামিম ২৯ বলে ২৮ রানের মন্থর ইনিংস খেলেন। তবে এই জুটি ভাঙলে পারভেজ ইমন ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেন তিনি। বাংলাদেশের ইনিংসের শেষ পর্যন্ত খেলে ২৯ বলে ৩৮ রান করেন তিনি। বল হাতে তাসমানিয়ার হয়ে ২টি উইকেট নেন জাবে বেল। ১টি করে উইকেট পেয়েছেন কেইরেট এলিয়ট ও নাভেনথান রাধাকৃষ্ণ।
১৬৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি তাসমানিয়ার। ৭ বলে ৬ রান করে ফেরেন টিম ভারাদ। তার বিদায়ে ১৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে নিবেথান রাধাকৃষাণও সুবিধা করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ৫ রান। তবে নিকোলাস ডেভিনকে নিয়ে দলকে টেনে তুলেন চার্লি ভাকিম। দেভিন করেন ৩০ রান। আর ভাকিমের ব্যাট থেকে এসেছ ২৫ রান। এরপর দলের হাল ধরেন জ্যাক ডোরান। তার ৩৭ বলে ৭১ রানের অপরাজিত ইনিংসে ৩ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তাসমানিয়া। এইচপি দলের বাঁহাতি স্পিনার রাকিবুল ৩.৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০