স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আজ তাসমানীয় অঞ্চলের দুই দলের লড়াই। ধর্মশালায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে টস জিতেছেন টম লাথাম। টস জিতে অজিদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছেন তারকা ব্যাটার ট্রাভিস হেড।
গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে জেরাল্ড কোয়েটজের বাউন্সারে বাম হাতে চোট পান হেড। বাঁহাতি এই ওপেনারের স্ক্যানে চিড় ধরা পড়ে। হেডকে দেশে রেখেই বিশ্বকাপ খেলতে ভারতে যায় অস্ট্রেলিয়া দল। টুর্নামেন্টের শেষ দিকে পাওয়ার আশায় স্কোয়াডে রেখে দেওয়া হয় ২৯ বছর বয়সী ব্যাটারকে।
প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে ওঠায় বিশ্বকাপে যোগ দেন হেড। তবে তাঁকে সবশেষ খেলানো হয় নি নেদারল্যান্ডস ম্যাচে। অবশেষে অজিদের জার্সিতে বিশ্বকাপে খেলতে নামলেন তিনি। তাসমান সাগরপাড়ের আরেক দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ক্যামেরন গ্রিনের জায়গায় হেডকে খেলাচ্ছে প্যাট কামিন্সের দল।
এদিকে নিউজিল্যান্ডের একাদশেও এসেছে পরিবর্তন। পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন মার্ক চাপম্যান। তার বদলে খেলছেন জিমি নিশাম। হেড ও নিশাম দুজনই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেলেন। কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন যথারীতি নেই আজও।
অস্ট্রেলিয়া একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
নিউজিল্যান্ড একাদশ-ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
Discussion about this post