তিনগুণ বাড়লো এশি‍য়া কাপের প্রাইজমানি

0
47

স্পোর্টস ডেস্ক:: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আকর্ষণ বাড়াতে এবার প্রায় তিনগুণ বাড়িয়েছে এশিয়া কাপের প্রাইজমানি। সবশেষ আসরে যেখানে চ্যাম্পিয়ন প্রাইজমানি ছিলো ৬০ হাজার মার্কিন ডলার, আগামি আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ কোটি টাকা মতরো।

চ্যাম্পিয়ন পুরস্কারের সাথে বেড়েছে রানার্সআপ পুরস্কারের অর্থও। ২০১৮ সালে সবশেষ এশিয়া কাপের আসরে রানার্সআপ বাং‍লাদেশ পেয়েছিলো ৩০ হাজার মার্কিন ডলার, এবার রানার্সআপ দল পাবে ১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় এক কোটি টাকা।

আগামি ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের আসর। শেষ হবে ১১ সেপ্টেম্বর। সংযুক্ত আরব-আমিরাত আয়োজন করবে এবারের এশিয়া কাপ। যদিও এই এশিয়া কাপের আয়োজক ছিলো শ্রীলঙ্কা, তবে অর্থনৈতিক ভাবে সঙ্কটে থাকা দেশটি শেষ মুহুর্তে আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে। ফলে টুর্নামেন্টটি হবে আরব-আমিরাতে।

এশিয়া কাপের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত। রানার্সআপ হয়েছিলো বাংলাদেশ। তবে এবারের এশিয়া কাপে বাংলাদেশ আর আগের মতো ফেবারিট নয়। কারণ টি-২০ বিশ্বকাপ সামনে থাকায় এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটের। আর ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের সাথে এখনো নিজেদের মানিয়ে নিতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here