স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালকে হারাল ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে গানারদের ৩-১ গোলে হারিয়েছে সিটি। এই জয়ে লিগ টেবিলে শীর্ষে উঠে এলো সিটিজেনরা।ম্যাচটা ছিল দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। আর্সেনালের ঘরের মাঠে এদিন পূর্ণ শক্তির দল নিয়েই নেমেছিল দুই ক্লাব। তবে ঘরের মাঠ হয়েও সুযোগটা কাজে লাগাতে পারেনি মিকেল আর্তেতার দল।
আর্সেনালকে হারানোর পর রোমাঞ্চ ও ভালোলাগার অনুভূতি কাজ করছেন ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াসের। তাঁর কণ্ঠে ফুটে উঠল, এই জয় কতটা কাঙ্ক্ষিত ছিল তাদের জন্য। রুবেন বলেন, ‘তিনটি পয়েন্ট পেয়ে আমরা খুবই খুশি… ব্যস। প্রচণ্ড তীব্র লড়াই হয়েছে, বল দখলের চেষ্টা চলেছে, দুই দলই চাপ তৈরি করতে পছন্দ করে ও বল নিয়ন্ত্রণে রাখতে চায়। শেষ পর্যন্ত আমরা জয়ী হয়ে মাঠ ছাড়তে পেরেছি।’
সিটি-আর্সেনাল, দুই ক্লাবেরই পয়েন্ট এখন ৫১। তবে গোল ব্যবধানে এগিয়ে সিটি। আর্সেনাল অবশ্য ম্যাচ খেলেছে একটি কম। শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ তাই তাদের আছে। তাদের ভাগ্যও এখনও নিজেদের হাতেই। গত নভেম্বরের পর প্রথমবারের মতো আসরের পয়েন্ট তালিকার চূড়ায় উঠেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
রুবেন বলেন, ‘এই জয়ের মানে আমাদের কাছে সবকিছু। তুমুল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এরকম গুরুত্বপূর্ণ সময়ে যখন জয় আসে, সেটার অর্থ সবকিছুই। আমাদের দলে আমরা এভাবেই ছুটতে থাকি। একটি করে ম্যাচ ধরে এগিয়ে যাই। সেই একটি ম্যাচেই সবকিছু উজাড় করে দিতে চাই, নিশ্চিত করতে চাই যেন কোনো ঘাটতি না থাকে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০