স্পোর্টস ডেস্কঃ প্রথম তিন ম্যাচে একটিও জয়ের দেখা নেই। অবশেষে দিল্লি ক্যাপিটালসকে পেয়ে প্রথম জয় তুলে নিয়েছে আইপিএলে সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। রোববার দিনের প্রথম ম্যাচে দিল্লিকে ২৯ রানে হারিয়েছে মুম্বাই। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে হার্দিক পান্ডিয়ার দল। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০৫ রানে থেমে যায় দিল্লি।
টানা তিন ম্যাচ হেরে আইপিএল শুরুর পর কাঙ্ক্ষিত প্রথম জয়ের পর মুম্বাই অধিনায়ক পান্ডিয়া বললেন, তাদের সত্যিকারের শুরুটা হলো এখন। তিনি বলেন, ‘অনেক অনেক পরিশ্রমের ফসল এটি। ভাবনায় অনেক স্বচ্ছতা আনতে হয়েছে আমাদের, সঠিক পরিকল্পনা নিশ্চিত করতে হয়েছে, তাড়না ঠিক রাখা নিশ্চিত করতে হয়েছে এবং আজকে এমন একটি দিন ছিল, যেদিন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে।’
চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার আট নম্বরে উঠেছে যৌথ সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট পাওয়া দিল্লি নেট রান রেটের হিসাবে রয়েছে সবার নিচে। হার্দিক আরও বলেন, ‘অনেক ভালোবাসা ও যত্ন আছে এখানে। সবাই জানত, তিনটি ম্যাচ হেরেছি আমরা। তবে বিশ্বাস হারাইনি, পরস্পরের পাশে থাকার মানসিকতা ছিল, যা দারুণ। আমাদের স্রেফ একটি জয় দরকার ছিল এবং আজকে কেবল শুরুটা হলো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post