তিনবার পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন বরিশাল

0
13

স্পাের্টস ডেস্ক:: পাইওনিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো বরিশাল ফুটবল একাডমি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফাইনালে ৩-৪ গোলে জারা গ্রিন বয়েজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের দলটি। পাওনিয়ার ফাইনাল খেলা দু’দলই উত্তীর্ণ হবে ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে।

ভাগ্যই খারাপ জারা গ্রিন বয়েজের। তিন বার ম্যাচে এগিয়ে গিয়েও জিততে পারেনি দলটি। প্রতিবারই সমতায় ফিরেছে বরিশাল। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ‘ড্র’ থাকা ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। ভাগ্যের খেলা টাইব্রেকারে ৩-৪ গোলে তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে বরিশাল।

ম্যাচের প্রথম মিনিটেই আকাশ ইসলামের গোলে লিড জারা গ্রীন। এর কিছুক্ষণ পরই ম্যাচের চতুর্থ মিনিটে স্বাধীনের গোলে সমতায় ফিরে বরিশাল। প্রথমার্ধের ২৩তম মিনিটে আবারো জারা গ্রিন এগিয়ে যায়। আহসান ইসলামের গোলে ২-১ ব্যবধান করে দলটি। এই লিডও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। ম্যাচের ৩০তম মিনিটে আহসানউল্লাহ রাকিবের গোলে সমতায় ফেরে বরিশাল।

তবে প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় জারা গ্রিণ। ম্যাচের ৩৫তম মিনিটে আহসান ইসলামের জোড়া গোলে ব্যবধান ৩-২ করে দলটি। এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে আবারো সমতায় ফেরে বরিশাল। ম্যাচের ৫৫তম মিনিটে আল কাফির গোলে স্কোর লাইন ৩-৩ করে দলটি।

দ্বিতীয়ার্ধের বাকীটা সময় আর কোনো দলই জয় সূচক গোল আদায় করতে পারেনি। ৩-৩ গোলে সমতায় থাকা ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে যায়। টাইব্রেকার ভাগ্যে ৩-৪ গোলে জারা গ্রীণকে হারিয়ে শিরোপা জেতে বরিশাল ফুটবল একাডেমি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here