স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের এক দিনের ফরম্যাটে তিনেই তিনি ‘পারফেক্ট।’ ব্যাট হাতে তিনিই তিনি বেশি সফল। বিশ্বকাপে সেরা পারফর্ম করেছেন তিনেই। অথচ তাকে আর তিনে ব্যাটিংয়ে দেখা যাবে না। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্তের কথা।
সাকিব যে তিনে ব্যাট করছেন না, সেটা ইংল্যান্ডের শুরু থেকেই। তখনি বোঝা যাচ্ছিলো তিন নম্বর পজিশন থেকে এই অলরাউন্ডারকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের সংবাদ সম্মেলনে আসা অধিনায়ক তামিম ইকবালও জানালেন, সাকিবের ব্যাটিং চূড়ান্ত চার/পাঁচে।
নিজের পছন্দের পজিশন হারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে রান করতে পারেননি সাকিব। দ্বিতীয় ম্যাচে অবশ্য ফিফটি করেন। ব্যাট হাতে তিনিই লড়াই করেন। সাগরিকায় সিরিজের শেষ ম্যাচে জয় এসেছে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিবের কারণেই। ৭১ বলে ৭৫ রানের ঝলমলে ইনিংসের পর বল হাতে নিয়েছেন চার উইকেট। ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলকও গড়েছেন।
তিন ম্যাচের সিরিজ স্বাগতিক বাংলাদেশ শেষ করেছে ২-১ ব্যবধানে। মিরপুরের হোম অব ক্রিকেটে আগের দুই ম্যাচে হেরেছে তামিমের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকরা জিতেছে ৫০ রানের ব্যবধানে। এই জয়ের ফলে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সাকিবের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন করেছেন সাংবাদিকরা। জবাবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন ‘তার ব্যাটিং অর্ডার হবে চার/পাঁচে। এটি চূড়ান্ত।’
২৭৭টি আন্তর্জাতিক ওয়ানডে খেলা সাকিব তিনেই বেশ সফল। এই পজিশনে তার ব্যাটিং গড়ও বেশি। ৩৬ ইনিংসে ৪৯.৬৪ গড়ে করেছেন ১৭৭৩ রান। আছে দুই সেঞ্চুরির ও ১৩ হাফ সেঞ্চুরি। পাঁচে সাকিবের ব্যাটিং গড় ৩৫.৩৬৫। ১২৮ ইনিংসে ৪ হাজার ৭৪১ রান। পাঁচ সেঞ্চুরির সঙ্গে ৩২টি হাফ সেঞ্চুরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০