তিন গোল হজম করে হারলো ১০ জনের পিএসজি

0
72

স্পোর্টস ডেস্ক:: মেসি-এমবাপেরা অল্পের জন্য হালি গোল হজম থেকে রক্ষা পেলেন। ফরাসি লিগ ওয়ানে ১০ জনের দলে পরিণত হওয়া পিএসজিকে একে একে তিন গোল দিয়েছে দুর্বল প্রতিপক্ষ লোরিয়াঁ। মেসিদের পিএসজিকে বড় ব্যবধানে হারিয়েছে দলটি।

ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত ফরাসি জায়ান্টা। পরপর দুই হলুদ কার্ড দেখে ম্যাচের ২০তম মিনিটেই মাঠের বাইরে চলে যেতে হয় হাকিমিকে।

পয়েন্ট টেবিলের দশ নম্বরে থাকা দলের কাছে হারলেও পিএসজির অবস্থান শীর্ষেই থাকছে। ৩৩ ম্যাচে ২৪ জয়ে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিল টপার মেসিরা। দুর্বল লোরিয়াঁদের বিপক্ষে যেনো কোনো প্রতিরোধ গড়তে পারেনি মেসি-এমবাপেরা।

ম্যাচে রীতিমতো দাপট দেখিয়েছে লোরিয়াঁ। ১৫তম মিনিটেই লিড নেয় অতিথিরা। এনজো লে ফির গোলে ১-০ গোলে যায় দলটি। পিছিয়ে পড়া এরপরই বড় হোঁচট খাট। ৫ম মিনিটে প্রথমবার হলুদ কার্ড দেখা আশরাফ হাকিমি ২০তম মিনিটে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।

১০ জনের পিএসজি এরপরও সমতায় ফিরেছিলো। ম্যাচের ২৯তম মিনিটে এমবাপের গোলে স্কোর লাইন হয় ১-১। সমতায় থাকা ম্যাচে লোরিয়াঁ এগিয়ে যেতে মাত্র দশ মিনিট সময় নেয়। ম্যাচের ৩৯তম মিনিটে ডার্লিন ইয়ংওয়া পিএসজিকে শিবিরকে স্তব্ধ করে দেন। অতিথিরা এগিয়ে যায় ২-১ গোলের ব্যবধানে। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় পিএসজিকে।

বিরতির পর খেলা শুরু হলে পিছিয়ে পড়া পিএসজি ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। তবে মেসি-এমবাপেদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। উল্টো ম্যাচের শেষ দিকে বাম্বা ডিয়েং চ্যাম্পিয়নদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। দ্বিতীয়ার্ধে বদলী নামা সেনেগালের এই ফুটবলার ৮৮তম মিনিটে গোল করে মেসিদেরা ম্যাচের ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন করে দেন। ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তারকায় ঠাসা দলটিকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here