স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন জনকে অধিনায়ক করে এইচপি স্কোয়াডের তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে। সফরে এইচপি দল অস্ট্রেলিয়া ৪ দিনের টেস্ট, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের সিরিজ খেলবে।
লম্বা সময়ের সিরিজের জন্য বিসিবির নির্বাচকেরা তিন ফরম্যাটের আলাদা আলাদা দল ঘোষণা করেছেন। তাতে পৃথক তিনজনকে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। চার দিনের ম্যাচে বাংলাদেশ এইচপি স্কোয়াডকে নেতৃত্ব দেবেন মাহমুদুর হাসান জয়। তার ডেপুটি হিসেবে থাকছেন শাহাদত হোসেন দীপু।
ওয়ানডে ফরম্যাটের এইচপি দলকে নেতৃত্ব দেবেন আফিফ হোসেন। সহ-অধিনায়ক হয়েছেন আকবর আলী। সংক্ষিপ্ত ফরম্যাট টি-২০’তে এচইপি স্কোয়াডকে নেতৃত্ব দেবেন আকবর আলী। এই ফরম্যাটে তার ডেপুটি হিসেবে আছেন মাহফুজুর রহমান রাব্বি।
এইচপি চার দিনের দল:: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, শাহাদত হোসেন দীপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আইচ মোল্লা, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউ রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল ও মারুফ মির্দা।
ওয়ানডে দল: তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হাসান পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল ও মারুফ মির্দা।
টি-২০ দল: তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হাসান পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, আলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল ও মারুফ মির্দা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post