স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ সরাসরি সম্প্রচার নিয়ে শঙ্কা দেখা দিয়েছিলো। তবে সেই শঙ্কা কাটছে। তিনটি টিভি চ্যানেলের দেখা যাবে ইংল্যান্ডে অনুষ্টিত হতে যাওয়া তিন ম্যাচের এই সিরিজ।
তবে বাংলাদেশে দেখা যাবে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড আপাতত তিনটি চ্যানেলে তিনটি দেশে খেলাটি সরাসরি সম্প্রচারের তথ্য জানিয়েছে। আইরিশ বোর্ডের কাছ থেকে এই সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেছে প্রিমিয়ার স্পোর্টস। আইরিশ বোর্ড এক বিবৃতিতে জানায়, প্রিমিয়ার স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে সিরিজের ম্যাচগুলো।
তবে সারা বিশ্বে সম্প্রচার হবে কিনা বা বাংলাদেশে কারা সম্প্রচার করবে সেটি জানায়নি আইরিশ বোর্ড। টাইগারদের এই সিরিজ অবশ্য নর্থ আমেরিকাতে সরাসরি সম্প্রচার হবে। উইলো টিভি নর্থ আমেরিকাতে সরাসরি সম্প্রচার করবে সিরিজের ম্যাচগুলো। এচাড়াও ভারতে সরাসরি দেখা যাবে সিরিজ। ফ্যানকার্ড ভারতে সরাসরি সম্প্রচার করবে।
প্রিমিয়ার স্পোর্টস, উইলো টিভি ও ফ্যানকার্ড সরাসরি সম্প্রচার করলেও এসব মাধ্যম থেকে বাংলাদেশে দেখার সুযোগ নেই। যার কারণে সাকিব-তামিমদের খেলা দেশের সমর্থকেরা কিভাবে দেখবেন তা নিয়ে জঠীলতা তৈরি হয়েছে। তবে যেহেতু সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে, ফলে খেলা দেখার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশী টিভি চ্যানেলগুলো চাইলে এসব মাধ্যম থেকে স্বত্ব কিনে খেলা দেখাতে পারবে।
চেমসফোর্ডে আগামি ৯ মে থেকে শুরু হবে সিরিজ। এদিন বাংলাদেশ সময় সাড়ে ৩টায় সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্টিত হবে। ১২ মে অনুষ্টিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। আইসিসি সুপার লিগের অন্তর্ভূক্ত সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্টিত হবে ১৪ মে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০