স্পোর্টস ডেস্ক:: পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলে ছিলেন অনেকেই। জাতীয় দলে জায়গা হারাচ্ছিলেন, ইউরোপ ছেড়ে সৌদী আরবে পাড়ি জমিয়ে ছিলেন। তবে তিনি যে ফুরিয়ে যাননি আল নাসরের জার্সিতে সেটা প্রমাণ করেই যাচ্ছেন।
এবার তিন দিনের মধ্যেই করলেন দু’টি হ্যাটট্রিক ৩৫ বছর বয়সী এই তারকা ক্যারিয়ারের ৬৫তম বার হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। পরপর দুই ম্যাচে জিতিয়েছেন নিজ দল আল নাসরকে।
গত রাতে আবহার বিপক্ষে হ্যাটট্রিক পূর্ণ করেছেন প্রথমার্ধেই। তার দলও জিতেছে ৮-০ গোলের বড় ব্যবধানে। ম্যাচের ২১তম মিনিটের মধ্যে ফ্রি-কিক থেকে দুটি দৃষ্টিনন্দন প্রথম গোলটি করেন তিনি। এরপরই পূর্ণ করেন হ্যাটট্রিক।
এর আগে শনিবারও আল নাসরের জার্সিতে হ্যাটট্রিক করেন রোনালদো। পরপর দুই হ্যাটট্রিক করে জানিয়েছেন, তিনি হাল ছাড়ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আমি হাল ছাড়ছি না। ‘
সৌদীর প্রো লিগে আল নাসরকে দ্বিতীয় স্থানে রেখেছেন রোনালদোরা। ২৬ ম্যাচে দলটির পয়েন্ট ৬২। রোনালদো ২৯ গোল করা আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post