স্পোর্টস ডেস্ক:: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন জাতির সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এসেছে। টস জিতে ফিল্ডিং করতে নামা বাংলাদেশ দল তিন পরিবর্তন করে মাঠে নেমেছে।
আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমদ ও হাসান মাহমুদ। একাদশে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন ও ইবাদত হোসেন।
ক্রাইস্টচার্চে সাকিব আল হাসান টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। কেন উইলিয়ামসনের দল ঘরের মাঠে আগে ব্যাটিং করবে টাইগারদের বিপক্ষে।
বাংলাদেশ একাদশ:: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দান, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০